আমাদের সম্পর্কে

বাংলার নারীদের নিজ কর্ম দক্ষতা ও ব্যবসা ক্ষেত্রে স্বাবলম্বী করে তোলাই আমদের মূল লক্ষ্য । সম্প্রতি পৃথিবীর সকল উন্নয়নশীল কর্মে নারীরা পুরুষদের পাশাপাশি রেখেছে সমান অবদান । কেননা বর্তমানে শিক্ষায় দীক্ষায় নারীরা এখন সমানে সমান । ঠিক একই ভাবে পিছিয়ে নেই বাংলার নারীরাও । তাদের রয়েছে কাজের প্রতি অসীম আগ্রহ এবং উদ্দীপনা । আর নারীদের এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে তাদের কর্মক্ষমতা ও আগ্রহকে ব্যবসায়িক রুপ দান করে সফলতার চূড়ায় পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য । বাংলাদেশের  জনসংখ্যার অর্ধেকই নারী তাই নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় । শহর থেকে গ্রাম আজ সকল উন্নয়নে নারী-পুরুষ সমান ভূমিকা পালন করছে । আমাদের দেশের অধিকাংশ নারীরা সংসারমুখী কিন্তু নারীরা চাইলে ঘরে বসেও ব্যবসার মাধ্যমে নিজেকে ও নিজ পরিবারকে স্বাবলম্বী করতে পারেন।  এই উপলব্ধিকে ধারন করে তাদেরকে ব্যবসার প্রতি আগ্রহী করে তোলা এবং ব্যবসার সুযোগ করে দেয়ার জন্য ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারী থেকেই আমাদের পথচলা।

আমাদের দেশে অনেক নারী রয়েছেন যারা নিজ বাড়িতে নানান বস্ত্র, আসবাবপত্র, শো-পিস ইত্যাদি অর্থকারী পণ্য তৈরিতে সক্ষম যা নানান সামাজিকতার বাধার মুখে ব্যবসায়িক রুপ নিতে অক্ষম। আর এই অক্ষমতাকে সক্ষমতায় রুপদানে আমরা সর্বদা কাজ করে চলেছি। বাংলাদেশে পুরুষের পাশাপাশি নারী শ্রমশক্তির পরিমাণ প্রায় ২৫ মিলিয়ন যা বাংলার উন্নয়নের চাবিকাঠি।

কবির ভাষায় বলতে গেলে – ‘কোনকালে একা হয়নি ক জয়ী পুরুষের তরবারী’,

‘শক্তি দিয়াছে, প্রেরণা দিয়াছে, বিজয়া লক্ষী নারী’ ।

আমাদের দেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী । আর এই নারীদের কর্মদক্ষতাকে ব্যবসায় ব্যবহার করে বাংলাদেশের উন্নয়নকে আরো সমৃদ্ধশালী করে তোলা সম্ভব বলে আমরা মনে করি। নারীদের এই সুযোগদানে আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি।

বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে নারীদের উন্নয়নের গতি সঞ্চারিত করাই আমদের প্রধান উদ্দেশ্য । নারীদের ব্যবসায়িক  উন্নয়নের ফলে  নারী ও পুরুষের বৈষম্য হ্রাস পাবে, সর্বোপরি নারীর ক্ষমতায়ন এবং পর্যায়ক্রমে দেশের দারিদ্র বিমোচন হবে। অতীতে বাংলাদেশের নারীরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণে কার্যকর কোন ভূমিকা রাখতে পারতেন না যা বর্তমানে আমদের দ্বারা খুব সহজেই সম্ভব । এর মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের আয়ের  পূর্ণাঙ্গ সুফল ভোগ করতে পারবেন । পরিবারের প্রয়োজনেও নারী অনেক সময় কর্মের বোঝা মাথা পেতে নিতে পারে। যেমন, স্বামীকে সাহায্য করা, ছোট ভাইবোনদের ভরণপোষণ করা কিংবা বৃদ্ধ বাবা-মায়ের সহযোগিতা করা, তবে নানান সামাজিকতায় নারীরা তাদের পণ্য বাজারজাতকরণে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, আর আমরা নারীদের এই সকল বাধা দূর করে তাদের পণ্য বাজারজাতকরণের মাধ্যমে তাদেরকে সকল সাহায্য প্রদান করে থাকি।

আর নয় চার দেয়ালে বন্দী, নারী-পুরুষ হোক সম প্রতিদ্বন্দ্বী।

এগিয়ে যাক নারী, এগিয়ে যাক বাংলাদেশ।

মোবাইল: +৮৮০১৬১৫ ৫০০০০১, +৮৮-০১৮৪১ ৩৩৯০৮০

ইমেইল: info@grihobodhu.com, support@grihobodhu.com, sales@grihobodhu.com, complain@grihobodhu.com

ইনবক্স: https://www.facebook.com/grihobodhu