গৃহবধূ মার্চেন্ট কর্নার

মার্চেন্ট অ্যাকাউন্ট যেভাবে কাজ করে

গৃহবধূর মার্চেন্ট কর্নারে গিয়ে প্রায় সব বয়সের নারী বিক্রেতারাই মার্চেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তীতে, আমাদের এডমিন প্যানেল থেকে যাচাই-বাঁচাই করে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। মার্চেন্টকে     ই-মেইলের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে যাতে তারা পরবর্তীতে এই ইউজার আইডি থেকে সাইন ইন করতে পারেন। গৃহবধূতে রেজিস্টার্ড মার্চেন্ট হবার পরে তারা তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে পন্যের ছবি আপলোড করা থেকে শুরু করে পন্যের বিবরণ দিতে পারবেন।

গৃহবধূ মার্চেন্টদের পন্যের ইতিবাচক গ্রহণযোগ্যতা বাড়াতে সবসময় সচেতন। মার্চেন্টদের ব্র্যান্ডের/পণ্যের সর্বোচ্চ প্রচার ও প্রসারের লক্ষ্যে গৃহবধূ প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রমোশনাল টুল ব্যবহার করে থাকে । গতানুগতিক প্রমোশন যেমন টেলিভিশন/রেডিও বিজ্ঞাপন, বিলবোর্ড কিংবা ব্যানার বা ফেস্টুন- এগুলোর পাশাপাশি গৃহবধূ একটি সমন্বিত প্রমোশনাল প্যাকেজের আওতায় আপনার পণ্য কে বাজারজাত করবে যা আপনাকে আপনার পন্যের বাজার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা দিবে।

রেজিস্ট্রেশান

অ্যাকাউন্ট অনুমদন

পণ্য লিসটিং

পণ্য ডেলিভারী

অর্ডার গ্রহণ

অর্থ সংগ্রহ