টার্ম এন্ড কন্ডিশন

ব্যবহারের শর্তাবলী ও নীতিমালা:

 

গৃহবধূ এর পেইজে আপনাকে স্বাগতম। ব্যবহারকারী স্বইচ্ছায় নিন্মবর্ণিত শর্তাবলী ও নীতিমালা অনুযায়ী ব্রাউজার এবং মোবাইলের মাধ্যমে গৃহবধূ ওয়েবসাইটের সাথে সংযুক্ত হতে পারেন।

(ক) ব্যবহারের শর্তাবলী:

 

(ক-১) ওয়েবসাইটটি গৃহবধূ দ্বারা পরিচালিত। গৃহবধূ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান।

(ক-২) এই ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট এর লিংক থাকতে পারে, যা গৃহবধূ দ্বারা পরিচালিত নয় এবং ঐ সকল ওয়েবসাইট এর মাধ্যমে আপনার দ্বারা সৃষ্ট কোন প্রকার ক্ষতির জন্য গৃহবধূ কোনো দায়বদ্ধ থাকে না ।

(ক-৩) গৃহবধূ যে কোন শর্ত এবং নীতিমালা সংশোধন অথবা পরিবর্তন এর অধিকার রাখে। যেকোনো পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশ এর মাধ্যমে কার্যকর করা হয়।

(ক-৪) ব্যবহারকারী ইচ্ছা করলে গৃহবধূ ব্যবহার বন্ধ করতে পারেন এবং আপনার নির্দিষ্ট একাউন্ট বন্ধ করার অনুরোধ রাখতে পারেন।

(ক-৫) আমাদের এজেন্ট দ্বারা যেকোনো প্রকার ক্ষতি বা প্রতারিত হলে তার সম্পূর্ণ দ্বায়ভার আমরা বহন করবো।

(ক-৬) আমাদের কোন এজেন্ট যদি পরিবহন খরচ দাবি করে তাহলে আপনি সাথে সাথে তার বিরুদ্ধে আমাদের নিকট অভিযোগ করতে পারবেন।

 

(খ) নীতিমালা

 

(খ-১) আপনি রেজিস্ট্রেশন ছাড়াও আমাদের সাইট পরিদর্শন করতে পারবেন এবং ব্যক্তিগত বিবরণ প্রদান ছাড়াই ব্রাউজ করতে পারবেন কিন্তু কোন পন্য ক্রয় করার জন্য অবশ্যই আমাদের সাইটের নিয়মাবলী মেনে প্রয়োজনীয় তথ্য প্রদান করে বিলিং ডিটেইলস ফর্ম পূরণ করতে হবে।

 

(খ-২) পণ্য ও সার্ভিস সম্পর্কিত কোনো অভিযোগের জন্য আমাদের কমপ্লেইন টীম আপনাকে ফোন করবেন। এ জন্য আপনার অভিযোগটি সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে আমরা ফোনে সক্রিয় পেতে চাই। আপনার যোগাযোগে দেওয়া নম্বরটি সক্রিয় না থাকলে বিকল্প কোনো নম্বর সক্রিয় থাকতে হবে।

 

(খ-৩) রিফান্ডের জন্য আপনাকে টাকাটি ফেরতের উপায়/ মাধ্যম আমাদের জানাতে হবে। আমরা আপনার কোনো প্রকার সহযোগিতা ৫ কার্যদিবসের মধ্যে ফোনে অথবা ইমেইলে না পেলে আপনার অভিযোগটি নিস্পত্তি বলে মনে করা হবে।